ঐতিহাসিক স্থাপত্য থিমে বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট
বিআলো ডেস্ক: দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে থিম করে তৈরি নতুন সিরিজের ৫০০ টাকার নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংক জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোটটি প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে।
১৫২ মিমি × ৬৫ মিমি মাপের নতুন নোটের সামনের অংশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, আর পেছনে মুদ্রিত হয়েছে সুপ্রিম কোর্টের স্থাপত্য। ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত হয়েছে শাপলার নকশা, যাতে সবুজ রঙের আধিক্য থাকলেও পুরো ডিজাইনটি আগের চেয়ে আরও আধুনিক ও আকর্ষণীয়।
নোটটিতে যুক্ত করা হয়েছে ১০ ধরনের উন্নত নিরাপত্তা ফিচার। ডান পাশে থাকা ‘500’ সংখ্যা রঙ-পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা, যা নড়াচড়ায় সবুজ থেকে নীল হয়ে যায়। বাম পাশে রয়েছে ৪ মিমি চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতা-আলোয় ধরলে তাতে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যাবে। নোট নড়ালে লাল অংশ সবুজ হয়ে সোনালি বার ওপর-নিচে চলমান দেখা যায়।
দৃষ্টিপ্রতিবন্ধীদের সুবিধায় নোটের ডানদিকের নিচে পাঁচটি উঁচু ডট রাখা হয়েছে। পাশাপাশি ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার, সুপ্রিম কোর্ট ও অন্য অংশগুলো স্পর্শে উঁচু অনুভূত হবে। UV আলোর নিচে বিশেষ নকশা, ফাইবার ও সংখ্যা দৃশ্যমান হবে। নোটের উভয় পাশে UV টেকসই বার্নিশ ব্যবহারে এটি হবে কিছুটা চকচকে ও স্থায়িত্বশীল। আলোর বিপরীতে ধরলে দেখা যায় এমন নকশা ইমেজে স্পষ্ট দেখা যাবে ‘500’।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব নোট ও মুদ্রা আগের মতোই ব্যবহৃত হবে। সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার নমুনা নোটও বাজারে আনা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
বিআলো/শিলি



