“ঐশী বাংলাকে সত্যের জায়গায় দাঁড়াতে হবে” — শারমীন এস মুরশিদ
ঐশী বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা, আলোচনায় মুক্তিযুদ্ধ ও গণআকাঙ্ক্ষা
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ঐশী বাংলা পত্রিকা যেন সবসময় সত্যের জায়গায় দাঁড়ায় এবং ইতিহাস ও সংস্কৃতিতে সত্য বলার ক্ষেত্রে কখনো ভয় না পায়। তিনি মনে করেন, সুস্থ সাংবাদিকতার মূল চাহিদা হলো পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা ও আস্থার জায়গা তৈরি করা। এজন্য অসুস্থ সাংবাদিকতার পথ পরিহার করে সুস্থ ধারার চর্চা অপরিহার্য।
গতকাল রাজধানীর বিএমএ অডিটরিয়ামে দৈনিক ঐশী বাংলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে সংঘটিত হলেও সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গণতন্ত্রের আকাঙ্ক্ষা যতই ধাওয়া করা হচ্ছে, ততই তা দূরে সরে যাচ্ছে। এর ফলে সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং ক্ষুদ্র রাজনৈতিক দর্শন মানুষকে বিভক্ত করছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে একের পর এক আন্দোলন আমাদের অপূর্ণ আকাঙ্ক্ষা ও বেদনার প্রতিফলন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই না-পাওয়া বেদনারই বহিঃপ্রকাশ। নতুন প্রজন্ম তখন স্পষ্টভাবে বড়দের দুর্নীতি, মিথ্যাচার এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা মেধাভিত্তিক সমাজব্যবস্থার দাবি তুললেও আমরা আত্মীয়কেন্দ্রিক সংস্কৃতি দিয়ে দেশ চালিয়েছি।
উপদেষ্টা মনে করেন, তরুণ সমাজের ত্যাগ আমাদের নতুন করে চিন্তার জায়গা তৈরি করেছে। তারা দেশ গঠনে নতুন করে ভাবার সুযোগ দিয়েছে। এজন্য আজ ঐক্য, ভালোবাসা ও সহমর্মিতার রাজনীতির প্রয়োজনীয়তা সর্বাধিক। তার ভাষায়, বিশ্বব্রহ্মাণ্ড প্রেম দ্বারা গঠিত, আর ঘৃণা কেবল ভাঙন ঘটায়। তাই সমাজে প্রেম ও সহমর্মিতা বিস্তার ঘটাতে পারলেই প্রকৃত পরিবর্তন সম্ভব হবে।
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে শারমীন এস মুরশিদ বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দর হবে তখনই, যখন রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে সহযোগিতা করবে। কেবল সরকারের আন্তরিকতা যথেষ্ট নয়, সবার অংশগ্রহণ ও দায়িত্বশীল মনোভাব অপরিহার্য। তিনি মনে করেন, ক্ষমতা দায়িত্বশীলভাবে হস্তান্তর করার মধ্যেই আত্মমর্যাদা রক্ষা করা যায়।
তিনি ইয়োলো জার্নালিজমকে সাংবাদিকতার একটি বড় অসুস্থতা আখ্যা দিয়ে বলেন, ঐশী বাংলা যেন এ ধরনের ধারা কখনো গ্রহণ না করে। বরং পাঠকের আস্থা অর্জনের জন্য সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অটল থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দিন খান ফারুকী। প্রধান আলোচক ছিলেন সাবেক ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। এছাড়া বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ড. মাওলানা আনিসুর রহমান জাফরী এবং ড. এস এম শাহনূর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, সুফি সাধক, সাংবাদিক, কবি-সাহিত্যিকসহ নানান অঙ্গনের গুণীজন উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ