• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় 

     dailybangla 
    25th Nov 2024 8:11 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: ডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির এএমডি রাইজেন (AMD Ryzen™) প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে। এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি৩৪০জি১৩ (WDPC340G13) মডেলে গ্রাহকরা পাচ্ছেন সর্বনিম্ন ১০,২২৫ টাকা এবং এভিয়ান ডব্লিউডিপিসি৮০এক্স১২ (WDPC580X12) মডেলে সর্বোচ্চ ৫৫,৫৪৫ টাকা পর্যন্ত মূল্যহ্রাস।

    আকর্ষণীয় এই মূল্যহ্রাসের পাশাপাশি গ্রাহকরা অনলাইনে এভিয়ান সিরিজের ডেস্কটপ অর্ডার করলে অতিরিক্ত ১০% ছাড় পাচ্ছেন। ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটনডিজিটেক.কম (waltondigitech.com) এবং ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com)-এ ভিজিট করে সরাসরি অর্ডার করে এই ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা যাবে।

    ওয়ালটন কম্পিউটার পণ্যের চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, এভিয়ান সিরিজের এই ডেস্কটপগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যা নিশ্চিত করে শতভাগ অথেনটিক পণ্য এবং বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। ডেস্কটপ গুলোতে ব্যবহৃত হয়েছে এএমডি রাইজেন থ্রি, রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন প্রসেসর যা গেমিং, মাল্টিটাস্কিং এবং গ্রাফিক্সের কাজের জন্য দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। ওয়ালটন এভিয়ান ডেস্কটপগুলো একটি ব্যালেন্সড বিল্ড হিসেবে পরিচিত যেখানে উন্নত পারফরম্যান্স এবং অত্যাধুনিক প্রযুক্তির দুর্দান্ত সমন্বয় পাওয়া যায়।

    তিনি আরো জানান, বর্তমানে বাজারে রয়েছে রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ১৫ মডেলের ডেস্কটপ। পাশাপাশি ইন্টেল প্রসেসর সমৃদ্ধ কাইমান সিরিজের ৪৭ মডেলের ডেস্কটপ পিসি তৈরি ও বাজারজাত করছে ওয়ালটন। অনলাইনে কাইমান সিরিজের ডেস্কটপ অর্ডার করলেও ১০% ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

    এভিয়ান ও কাইমান সিরিজের মোট ৬২ মডেলের ডেস্কটপের পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে ‘মেইক মাই পিসি’ (waltondigitech.com/choose-my-pc/make-my-pc) অপশন ব্যবহার করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ ডেস্কটপ পিসি তৈরির সুযোগ রয়েছে। মডেলভেদে ওয়ালটন ডেস্কটপে গ্রাহকরা ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন।

    এদিকে চলছে ওয়ালটনের ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’। এর আওতায় ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারছেন। ৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা। এছাড়াও, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন আইটি পণ্যের সঙ্গে রয়েছে ফ্রি পণ্য।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031