• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ওয়েবপোর্টালে নদী-খাল-বিলের হালনাগাদ তথ্য চাই: শামীম আহমেদ 

     dailybangla 
    29th Sep 2025 4:02 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত আলোচনা সভায় নদী ও প্রকৃতি সুরক্ষায় কাজ করা সংগঠন—তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেছেন, সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে নদী, খাল-বিল, পুকুর-জলাশয়, ফসলি জমি, মাটি, পানি ও শব্দদূষণ সম্পর্কিত হালনাগাদ তথ্য শেয়ার করতে হবে। জনগণের অধিকার সুরক্ষায় এসব তথ্য সহজপ্রাপ্য হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।

    “পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদ প্রসঙ্গে বিস্তারিত পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন।

    সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, যেসব সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদ নেই তাদের অবিলম্বে তথ্য হালনাগাদ করতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী সঠিক তথ্য সরবরাহ করাই তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো, বিশেষ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্য প্রদানে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

    সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার বলেন, গত বছরের তুলনায় এ বছর ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদের হার হতাশাজনকভাবে কমেছে। জনগণকে তথ্য থেকে বঞ্চিত না করতে হলে দপ্তরগুলোকে দ্রুত ওয়েবপোর্টাল হালনাগাদ করতে হবে।

    ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে সাতটি বিষয়ে ৪৭টি প্রতিষ্ঠানের শতভাগ তথ্য হালনাগাদ থাকলেও ২০২৫ সালে তা নেমে এসেছে মাত্র ১৭টিতে। নোটিশ বোর্ড ও খবর অংশে হালনাগাদ তথ্য প্রদানে অবহেলা সবচেয়ে বেশি চোখে পড়েছে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাছান, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031