ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
মার্কেন্টাইল ব্যাংকের ৫৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংকের প্রায় ৫৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, তার স্ত্রী ও ছেলে সহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে ব্যাংকটির সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক রাশেদুল ইসলাম মামলাটি দায়ের করেন। অনুসন্ধান দলে আরও ছিলেন সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন ও খোরশেদ আলম।
মামলার প্রধান আসামিরা হলেন— ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, তার স্ত্রী ও ওরিয়ন গ্রুপ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালক আরজুদা করিম এবং তাদের ছেলে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সালমান ওবায়দুল করিম।
ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন অভিযুক্ত মামলায় আরও আসামি করা হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তাকে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমডি ও শাখা ব্যবস্থাপক গাউস-উল-ওয়ারা মোর্তজা, সাবেক এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী, বর্তমান এমডি মতিউল হাসানসহ বিভিন্ন পর্যায়ের ক্রেডিট ও অপারেশন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা।
দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণে লিপ্ত হন। পর্যাপ্ত জামানত না থাকা সত্ত্বেও তারা বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও গ্রহণ করেন। ব্যাংকিং আইন লঙ্ঘন করে অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রার ঋণকে ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের দেশীয় মুদ্রার ঋণে রূপান্তর করা হয়।
এছাড়া শ্রেণিকরণযোগ্য ঋণ পরিশোধের নামে নতুন ঋণ সৃষ্টি, ঋণের মেয়াদ অযৌক্তিকভাবে সাত বছর বৃদ্ধি এবং ডাউন পেমেন্ট পরিশোধ না হওয়া সত্ত্বেও পুনঃতফসিলিকরণের মাধ্যমে গ্রাহককে অবৈধ সুবিধা দেওয়া হয়। এসব প্রক্রিয়ায় মার্কেন্টাইল ব্যাংকের ৫০৭ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার পাশাপাশি মোহাম্মদ ওবায়দুল করিম ও আরজুদা করিমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির জন্য কমিশন অনুমোদন দিয়েছে।
বিআলো/তুরাগ



