ওষুধের সংকটে বিপর্যস্ত গাজা, মৃত্যুঝুঁকিতে হাজারো রোগী
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলের দীর্ঘ অবরোধ ও চিকিৎসা সহায়তা প্রবেশে বাধার কারণে গাজা উপত্যকার স্বাস্থ্যখাত কার্যত ভেঙে পড়েছে। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের অভাবে বহু রোগী মৃত্যুর সঙ্গে লড়ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ জানান, হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
অস্ত্রোপচার সামগ্রী, স্যালাইন, ডায়ালাইসিস উপকরণ ও অবশ করার ওষুধের চরম ঘাটতিতে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সংকট ও জেনারেটরের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তার মতে, গত তিন দশকের মধ্যে এটি ফিলিস্তিনের সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট। চিকিৎসার অনুমতির অপেক্ষায় ইতিমধ্যে এক হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে।
পাঁচ বছরের কম বয়সী লাখো শিশু অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, আর হাজারো অন্তঃসত্ত্বা নারী মানবেতর পরিবেশে দিন কাটাচ্ছেন।
বিআলো/শিলি



