ওসমান হাদির মৃত্যু: বিশ্ব গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া
আর্ন্তজাতিক ডেস্ক: ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমে বড় খবর হিসেবে উঠে এসেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে দেশে-বিদেশে শোক ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রথম দিকেই ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশের ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই নেতা গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয় এবং এরপর দেশে বিক্ষোভ শুরু হয়। হাদিকে ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবেও উল্লেখ করেছে তারা।
বিবিসি ও দ্য গার্ডিয়ান জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যুব আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। রয়টার্স ও সিএনএনও এই ঘটনার খবর প্রকাশ করেছে।
এ ছাড়া আল আরাবিয়া, সিএনএ, দ্য সান মালয়েশিয়া, পাকিস্তানের ডন, জিও নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতের দ্য টেলিগ্রাফ ও এনডিটিভিসহ বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম হাদির মৃত্যুর বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ শুক্রবার দেশে আনার কথা রয়েছে।
বিআলো/শিলি



