ওসমান হাদির হত্যার প্রতিবাদে নওগাঁয় ছাত্র-জনতার কফিন মিছিল
dailybangla
19th Dec 2025 11:19 pm | অনলাইন সংস্করণ
এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে নওগাঁয় ছাত্র-জনতার উদ্যোগে একটি প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজ শেষে নওগাঁর নওজোয়ান মাঠ থেকে কফিন মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নওজোয়ান মাঠে এসে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এ হত্যাকাণ্ডকে নির্মম ও ন্যাক্কারজনক উল্লেখ করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিআলো/তুরাগ



