কংগ্রেসে বিল পাস, ট্রাম্পের স্বাক্ষরের পর খুলছে সরকার
আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা (shutdown) শেষের পথে। কংগ্রেসের উভয় কক্ষ বিলটি অনুমোদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে বিলটিতে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার পুনরায় চালু হলো।
বুধবার প্রতিনিধি পরিষদে (House of Representatives) বিলটি ২২২-২০৯ ভোটে পাস হয়। প্রায় সকল রিপাবলিকান সদস্যের পাশাপাশি কিছু ডেমোক্র্যাটও বিলটির পক্ষে ভোট দেন। এর আগে সেনেটেও বিলটি অনুমোদিত হয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পর সরকারি দপ্তরগুলো পুনরায় খুলবে। তবে বিশেষজ্ঞদের মতে, সম্পূর্ণ স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে।
বিলটিতে আগামী ৩০ জানুয়ারি নতুন একটি তহবিল সংকটের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ তখন কংগ্রেসকে আবার নতুন অর্থ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
যদিও সরকার পুনরায় চালু হয়েছে, শাটডাউনের প্রভাব এখনো অব্যাহত রয়েছে। বিমানবন্দরগুলোতে আজও যুক্তরাষ্ট্র জুড়ে ৯০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে খাদ্য সহায়তা (ফুড স্ট্যাম্প) কর্মসূচির সুবিধাভোগীরা পূর্ণ সুবিধা কখন পাবেন, তা প্রতিটি রাজ্যের নিয়ম অনুযায়ী ভিন্ন হবে।
বিআলো/শিলি



