কক্সবাজারের গর্জনিয়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যূ
চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় পৃথক দুই ঘটনায় ২ জনের মৃত্যূ হয়েছে। এর মধ্যে ইজিবাইক উল্টে এক বৃদ্ধের এবং বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গর্জনিয়ার ক্যাজরবিল এলাকায় প্রধান সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে বদর মিয়া (৬০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। বদর মিয়া একই এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, বদর মিয়া ইজিবাইকযোগে বাড়ি থেকে গর্জনিয়া বাজারে যাচ্ছিলেন। দৌঁড়ে আসা একটি শিশুকে বাঁচাতে ইজিবাইক চালক রতন চন্দ্র নাথ সাইডে নিতে গিয়ে ইজিবাইক উল্টে যায়। এতে বদর মিয়া ও রতন চন্দ্র নাথ আহত হন। বদর মিয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। ক্যাজরবিল এলাকার স্থানীয় শফিক আহমদ ও মুহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া বলেন- ইজিবাইক উল্টে বদর মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। কোনো অভিযোগ ও আপত্তি না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামে পানির সেচযন্ত্র চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া ওই কৃষকের নাম মোহাম্মদ ইউনুছ (৪৫)। তিনি একই গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানিয়েছেন- মাঠে থাকা একটি সেচ ঘরে বিদ্যুতায়িত হয়ে কৃষক মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
বিআলো/শিলি