কক্সবাজারে আসছেন জাই উলফ, প্রথমবারের মতো বাংলাদেশের মঞ্চে বাজাবেন বিশ্বখ্যাত ডিজে
কে-ই বা এমন ইতিহাস-সৃষ্টি মিউজিক নাইট মিস করতে চায়?
নিজস্ব প্রতিবেদক: ২৯-৩১ জানুয়ারি ২০২৬, কক্সবাজারের সমুদ্রসৈকতে বসছে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। আর এই আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালের হেডলাইনার হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পারফর্ম করতে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে ও মিউজিক প্রডিউসার জাই উলফ (Jai Wolf)।
জন্মসূত্রে বাংলাদেশি হলেও বেড়ে ওঠা ও ক্যারিয়ার গড়ে তোলা যুক্তরাষ্ট্রে। ‘ইন্ডিয়ান সামার’, ‘স্টারলাইট’, ‘দিস সং রিমাইন্ডস মি অব ইউ’—এর মতো মেলোডিক ইডিএম হিট ট্র্যাকগুলো দিয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। কোচেলা, লোলাপালুজা—বিশ্বের শীর্ষ মিউজিক ফেস্টিভ্যালগুলোতে তার পরিবেশনা নিয়ে দুনিয়া জুড়ে মাতামাতি।
এবার সেই জাই উলফই আসছেন বাংলাদেশে, যেখানে কক্সবাজারের অ্যাডভেঞ্চারাস পরিবেশ, সমুদ্রের ঢেউ আর লাইটিং-ভিজ্যুয়ালের মিশেলে তৈরি হবে এক জাদুকরী রাত। আয়োজকদের ভাষায়, “জাই উলফের ইমোশনাল ও মেলোডিক সাউন্ড আমাদের নিয়ে যাবে এক অন্য জগতে।”
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে শুরু হয়েছে উন্মাদনা। অনেকে লিখেছেন, “এটা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এক মাইলফলক।” আরেকজন মন্তব্য করেছেন, “বাংলাদেশ প্রমাণ করছে, আমরাও পারি বিশ্বমানের মিউজিক ইভেন্ট আয়োজন করতে।”
অনেকে আশা করছেন, ইভেন্টে হয়তো বাংলাদেশি লোকসংগীত ও জাই উলফের সাউন্ডের এক্সপেরিমেন্টাল মেলবন্ধনও দেখা যেতে পারে। টিকিট ও আপডেটের জন্য নজর রাখতে হবে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে।
কে-ই বা এমন ইতিহাস-সৃষ্টি মিউজিক নাইট মিস করতে চায়?
#JaiWolfInBD #BurningCrab2026 #CoxsbazarMusicFestival
বিআলো/তুরাগ