কক্সবাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী নিহত
চঞ্চল দাশগুপ্ত,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় নিয়ন্ত্রণহীন এক ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী লিকু মানকিন (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।এসময় ভাগ্যক্রমে তার স্ত্রী ও সন্তান বেঁচে যান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।তিনি জানান, নিহত লিকু মানকিন নেত্রকোনা জেলার দূর্গাপুর এলাকার ভরতপুরের অবনী ডিওর ছেলে।তিনি ‘টেরেস ডি হোমস’ (টিডিএস) নামের একটি এনজিও সংস্থার উখিয়ায় কর্মরত ছিলেন।
ওসি মো. আরিফ হোছাইন আরও জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়।ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লিকু মানকিন গুরুতর আহত হলেও তার স্ত্রী ও সন্তান এর কোনো আঘাত পায়নি।পরে লিুককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে গত ২ জানুয়ারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন সিগারেট কোম্পানির সেলসম্যান নিহত হয়েছিলেন।
বিআলো/শিলি







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
