কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের অভিযানে মাদক-পাচার রুটে বড় আঘাত
৪ লাখ টাকার পণ্যসহ পাচারের নৌকা আটক, সিমেন্ট, ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ
নিজস্ব প্রতিবেদক: কোস্ট গার্ড কক্সবাজার উপকূলে মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের একটি চেষ্টা নস্যাৎ করেছে। এসময় সিমেন্ট, ঔষধ ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি বিশেষ দল সদর থানাধীন নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১ হাজার ১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধসহ একটি ফিশিং বোট জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/তুরাগ