কচুয়ায় বড় পর্দায় তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎকার প্রদর্শিত হবে আজ সন্ধ্যায়
বিবিসি বাংলায় প্রচারিত সাক্ষাৎকারে রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দিকনির্দেশনা — উদ্যোগে ড. এহসানুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যায় চাঁদপুরের কচুয়ার উত্তর বাজারে মাল্টিমিডিয়ার বড় পর্দায় প্রদর্শিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলায় প্রচারিত ঐতিহাসিক সাক্ষাৎকারটি।
রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনামূলক এই সাক্ষাৎকারে তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অঙ্গীকার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। কচুয়ায় সাধারণ মানুষের উদ্দেশ্যে এই সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন কচুয়ার সাবেক সংসদ সদস্য, জোট সরকারের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আ. ন. ম. এহসানুল হক মিলন।
অনুষ্ঠানের খবর পেয়ে কচুয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দলে দলে আসা শুরু করেছেন। আয়োজক ড. মিলন বলেন, “দেশের এই ক্রান্তিকালে দেশনায়ক তারেক রহমানের সাক্ষাৎকারটি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। তাই কচুয়া বাসীর কাছে আজকের এই উপস্থাপনা।”
স্থানীয় রাজনৈতিক মহলে এ উদ্যোগকে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এক ব্যতিক্রমী প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কচুয়া উত্তর বাজারে বড় পর্দার সামনে বিপুল জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
বিআলো/তুরাগ



