কদমতলীতে প্রাইভেট পড়তে গিয়ে কিশোর নিখোঁজ, শোকে ভেঙে পড়েছে পরিবার
প্রাইভেট পড়তে গিয়ে উধাও ১৬ বছরের আলম
২১ ঘন্টায়ও আলমের খোঁজ নেই কোথাও: আশেপাশে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীতে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। সম্প্রতি ২৩ ঘন্টা ধরে মদিনাবাগ এলাকা থেকে মো. আলম হোসেন (১৬) নামে এক কিশোর নিখোঁজ রয়েছেন। পরিবার জানায়, ১৯ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। ছেলের দুশ্চিন্তায় বাবা-মায়ের বুকভাঙা আহাজারি এখন পুরো মদিনাবাগ এলাকায় ছড়িয়ে পড়েছে।
আলমের বাবা মো. আবু তাহের জানান, তাদের বাসা মদিনাবাগ গাজী ভবনে। প্রতিদিনের মতো সেদিনও আলম পড়তে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কারও কাছে তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আলমের বয়স ১৬ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা ও মুখমণ্ডল লম্বাটে গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও টি-শার্ট।
এ ঘটনায় গতকাল রাতেই আলমের বাবা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১৪৫৩, তারিখ ২০/০৮/২০২৫, ট্র্যাকিং নম্বর 5P1MM8।
পরিবার জানিয়েছে, তারা ভীষণ উদ্বিগ্ন এবং কেউ কোনো তথ্য পেলে মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন: ০১৯২১০২১৫৯৪।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব দৈনিক বাংলাদেশের আলো-কে জানিয়েছেন, আমরা ঘটনাটিকে গুরুত্বসহকারে দেখছি। নিখোঁজ কিশোরকে খুঁজে বের করতে তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয় এলাকাতেও খোঁজ নেওয়া হচ্ছে।
বিআলো/তুরাগ