কদমতলীতে ব্যবসায়ী হত্যা: র্যাবের জালে মূল হোতাসহ দুই এজাহারভুক্ত আসামি
আসাদুল শেখ: রাজধানীর কদমতলীতে লোহার ভাঙারি ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০)কে প্রকাশ্যে কুপিয়ে ও বিস্ফোরণ ঘটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে শরীয়তপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শরীয়তপুর জেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন হারেজপুর এলাকা থেকে মামলার মূল অভিযুক্ত রাজু ওরফে বাঘা রাজু (৩০)কে আটক করা হয়। একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মাওডুবা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অপর এজাহারভুক্ত আসামি মো. হারুন ওরফে টাকলা হারুন (৫৫)কে।
মামলার তদন্তে উঠে আসে, গত ৬ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের আদর্শ সড়কে পূর্ব শত্রুতার জেরে সাহাবুদ্দিনের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আতঙ্ক ছড়াতে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮ (তারিখ ০৭/০১/২০২৬)। মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ২০০৮ এর ৩ ধারা সংযোজন করা হয়।
র্যাব জানায়, আলোচিত এ হত্যাকাণ্ডের পরপরই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পালিয়ে থাকা দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআলো/এফএইচএস



