কনকনে শীতে কাঁপছে রাজধানী, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: উত্তর দিকের হিমেল বাতাসে রাজধানী ঢাকায় শীতের দাপট বেড়েছে। শুক্রবার ভোরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে ১৩ ডিগ্রির কাছাকাছি নেমে আসে, সঙ্গে ছিল ঘন কুয়াশা ও আর্দ্রতা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে আকাশ কুয়াশায় ঢেকে থাকায় সূর্যের দেখা পেতে দেরি হচ্ছে। বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৫ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এই শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সকালের দিকে কুয়াশা থাকবে।
দেশের অন্যান্য এলাকাতেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও ভাসমান মানুষ এবং কৃষকরা বাড়তি দুর্ভোগে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিআলো/শিলি



