কপিলের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ‘দেশি গার্ল’
বিনোদন ডেস্ক: নতুন সিজনে বিশেষ অতিথি হয়ে হাজির হতে মুম্বাই পৌঁছে কপিল শর্মাকে মজার ভঙ্গিতে ‘প্রস্তুত থাকার’ বার্তা দিলেন বলিউড-হলিউড তারকা প্রিয়াংকা চোপড়া।
মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময়ের ফাঁকে বর্তমানে বলিউড ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে আলোচনায় রয়েছেন প্রিয়াংকা চোপড়া। এসএস রাজামৌলীর বিগ বাজেটের তেলেগু ছবি ‘বারানসি’র কাজ শুরু করেছেন তিনি, যেখানে তার সহ-অভিনেতা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
দক্ষিণী ছবির একাধিক নতুন প্রস্তাব হাতে আসায় সম্প্রতি ঘন ঘন ভারতে আসছেন তিনি। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে নেমেই জানালেন, এবার তার দেশে ফেরা শুধু শুটিং নয়, কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’- এর নতুন মৌসুমে অংশ নেওয়ার জন্য।
চতুর্থ সিজনের প্রোমোতে দেখা গেছে একেবারে নতুন রূপে কপিলকে; কখনো জেন-জি বাবা, কখনো তাউজি, আবার কখনো রাজা বা মন্ত্রীর সাজে। প্রতিবারের মতো এবারও তিনি অতিথিদের ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে রসিকতার ঝড় তুলবেন।
তবে অন্যান্য তারকারা যেখানে কপিলের মজাদার প্রশ্নে খানিকটা ‘চাপে’ থাকেন, সেখানে প্রিয়াংকা উল্টো মজার ছলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রেখেছেন, যেন কপিলই এবার প্রস্তুত থাকেন! দর্শকরা কী নতুন চমক দেখবেন, তা জানতে অপেক্ষা করতে হবে সম্প্রচারের দিন পর্যন্ত।
বিআলো/শিলি



