• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কমছে না সবজির দাম 

     dailybangla 
    19th Sep 2025 7:20 pm  |  অনলাইন সংস্করণ

    বেশিরভাগ সবজিই ৮০ টাকার উপরে
    আগের দামেই বিক্রি হচ্ছে নিত্যপণ্য
    তবে নাগালের বাইলে ইলিশের দাম
    অন্যদিকে সরকার পাশের দেশে ইলিশ পাঠায়

    বিশেষ প্রতিনিধি: তিন মাসেরও বেশি সময় ধরে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই অতিরিক্ত। কোন ভাবেই এসব নিত্যপণ্যের দাম কমছে না। বেশিরভাগ সবজিই কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবার বাজারে প্রতি কেজি বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, শসা ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশের সরবরাহ কম, নাগালের বাইরে ইলিশের দাম। বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ কেজি ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১ হাজার ২০০ টাকা, ৩০০ গ্রামের ইলিশ ১ হাজার টাকা ও ১৫০ থেকে ২০০ গ্রামের ইলিশ ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মৌসুমের শেষ সময়ে জমে উঠেছে চাঁদপুরের ইলিশ বাজার। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। তবে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। সরবরাহ কম হলেও ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ কমেনি। ফলে চাঁদপুরের ইলিশ বাজার জমে উঠলেও সাধারণ ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন।

    ক্রেতারা অভিযোগ করছেন, সরবরাহ সংকটের কারণে চাহিদা মতো ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তারা মনে করছেন, দেশের ভোক্তাদের চাহিদা মেটানোর পর বিদেশে ইলিশ রপ্তানি করা উচিত। স্থানীয় ক্রেতাদের অতিরিক্ত দামে ইলিশ কিনতে হলেও প্রতিবেশী দেশে রপ্তানি করাকে তারা অযৌক্তিক বলে মন্তব্য করেন। ইলিশ কিনতে আসা জাহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে আসলাম কিন্তু দাম শুনে ইলিশ কিনায় অনাগ্রহ তৈরি হয়েছে। এখান থেকে ঢাকায় ইলিশের দাম আরো কম। আমরা ইলিশ খেতে পাই না, অন্যদিকে সরকার পাশের দেশে ইলিশ পাঠায়। সরকারের উচিত ইলিশের দাম নিয়ন্ত্রণ রাখা।
    ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, শুক্রবার বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ ছিল মাত্র ৩০০ মণ। অথচ ভরা মৌসুমে এ সময়ে সরবরাহ হতো এক থেকে দেড় হাজার মণ। বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। অন্যদিকে এক কেজির নিচে ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।

    চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, প্রতিবেশী দেশে ইলিশ রপ্তানিকে ঘিরে চাঁদপুরে মাছঘাটে কোনো প্রভাব পড়েনি। মূলত ইলিশ সরবরাহ না থাকায় দাম কমছে না। মৌসুমের আর কয়েকদিন বাকি আছে, এরমধ্যে ইলিশ সরবরাহ কিছুটা বাড়তে পারে। এছাড়াও, অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, করলা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, শিম ২৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা এবং গাজর ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কলা প্রতি হালি ৪০ টাকা। রাজধানীর শান্তিনগর বাজারে আসা বেসরকারি চাকরিজীবী নাজমুল ইসলাম বলেন, গত তিন মাস ধরে সবজির অতিরিক্ত দামের কারণে আমরা সাধারণ ক্রেতারা ভালো করে সবজি কিনতে পারছি না। কেউ আধা কেজি, কেউ ২৫০ গ্রাম করে সবজি কিনছে। সাধারণ ক্রেতাদের জন্য এত বেশি দামে সবজি কিনে খাওয়া কঠিন। অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ এখনো দেখতে পাইনি। ফলে, যে যার মতো করে সবজির বাড়তি দাম আদায় করে নিচ্ছে।

    সবজির দাম বেশি হওয়ার কারণ জানিয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা ইদ্রিস আলী বলেন, আরো কিছুদিন সবজির দাম এমন বাড়তি থাকবে। কারণ এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়েছে। বাজারে নতুন করে সবজি ওঠার আগ পর্যন্ত এমন বেশি দাম থাকবে। বাজারে নতুন সবজি ওঠা শুরু করলে ধীরে ধীরে সবকিছুর দাম কমে আসবে।
    তিনি আরো বলেন, বর্তমানে বাজারে সবজি চাহিদার তুলনায় সরবরাহ কম। যে কারণে পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এর প্রভাব খুচরা বাজারগুলোতেও পড়েছে। এদিকে বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

    বাজারগুলোতে দেশি আদা কেজি ১২০ থেকে ১৪০ টাকা, চায়না আদা ২০০ টাকা, রসুন দেশি ১০০ টাকা, ইন্ডিয়ান ১৪০ টাকা, দেশি মশুর ডাল ১৬০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা ও খেসারির ডাল ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে মিনিকেট চাল প্রকারভেদে ৮৫ থেকে ৯২ টাকা, নাজিরশাইল ৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা ও ২৮ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১১০ টাকা ও সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930