কমলনগরে মেঘনার পাড় থেকে যুবকের লাশ উদ্ধার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মাতাব্বর হাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ব্লকের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে কমলনগর থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্লক সরিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর আলম উপজেলার সাহেবের হাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বশির আহমেদের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং নদী বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজ করতেন। গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মাতাব্বর হাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হলেও আর ফিরে আসেননি। পরে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে শনিবার (১৭ জানুয়ারি) কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজের তিন দিন পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের মা এজাহার দায়ের করলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃত্যুর কারণ ও হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিআলো/ইমরান



