কমলাপুরে ভাইরাল যুবকের হাত থেকে উদ্ধার হলো লুকানো চাকু: রেলওয়ে পুলিশের অভিযান সফল
মো: জুবায়ের আলম: ফেসবুকে ভাইরাল হওয়া এক যুবকের হাতে প্রকাশ্যে চাকু প্রদর্শনের ঘটনার কয়েক দিন পর, রেলওয়ে পুলিশ অবশেষে সেই বিপজ্জনক অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের জনসমাগমের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এই ঘটনার কেন্দ্রবিন্দু ছিলেন শাহ আলী শিকদার (৩৫), যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হাতে থাকা চাকু প্রদর্শন করে সচেতন জনমনে ভয় সৃষ্টি করেছিলেন।
২৪ অক্টোবর এক দিনের রিমান্ডে থাকা শাহ আলী শিকদারের স্বীকারোক্তি ও পুলিশের তত্ত্বাবধানে, রেলওয়ে পুলিশের বিশেষ একটি দল বিমানবন্দর সংলগ্ন কাওলা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে গামছায় পেঁচানো অবস্থায় ওই চাকুটি উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এই অস্ত্র প্রদর্শনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। রেলওয়ে পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া এখনও চলছে এবং যারা নিরাপত্তা বিঘ্নিত করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বজায় রাখা এবং রেলওয়ে স্টেশনে অশান্তি প্রতিরোধ করাই তাদের মূল লক্ষ্য। এই অভিযান প্রমাণ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হুমকিসহ জনসাধারণের নিরাপত্তা হুমকির ঘটনাগুলো এড়াতে পুলিশ সজাগ এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
বিআলো/তুরাগ



