• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কমিউনিটি ক্লিনিকে আর ঔষধ সংকট থাকবে না মানিকগঞ্জে : এমডি. আখতারুজ্জামান 

     dailybangla 
    15th Sep 2025 5:37 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির: মানিকগঞ্জ জেলায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয়ক বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সোমবার ( ১৫ই সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট জনাব মোঃ আখতারুজ্জামান।স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ খুরশীদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাছির উদ্দিন; পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রকিউরমেন্ট, আইসিটি ও গবেষণা), মোহাম্মাদ আলী উপ-পরিচালক , স্থানীয় সরকার শাখা ( অতিঃ দায়িত্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং [অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিঃ দায়িত্ব।

    আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ৭ টি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) ও সাংবাদিক- প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আখতারুজ্জামান বলেন- মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবাকে তাদের দোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে এগিয়ে নিতে সিএইচসিপিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। সিএইচসিপিদের অবদান উল্লেখ করে তিনি বলেন- এই ক্লিনিকের মাধ্যমে সিএইচসিপিরা নরমাল ডেলিভারি করছেন, যার মাধ্যমে দেশব্যাপী অসংখ্য গ্রামীণ জনপদের হতদরিদ্র মায়েদের মুখে হাসি ফুটছে। সারা বাংলাদেশে প্রায় ১৪,০০০ কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি যুবশক্তিকে কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবাকে পৌঁছে দেয়া হচ্ছে। এর ফলশ্রুতিতে জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে রুগীদের চাপ কমে আসছে।

    বছরে প্রায় ১৫ কোটি মানুষ এই ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে একে গ্রামীণ স্বাস্থ্যসেবার কেন্দ্র বিন্দুতে পরিণত করা হবে। তাদের কার্যক্রম আরো জোরদারকরণের লক্ষ্যে ক্লিনিকসমূহে জাইকার সহায়তায় সোলার প্যানেল, মোটর সাইকেল এবং ফ্রিজ সরবরাহ করা হবে। সাম্প্রতিক সময়ে যে সাময়িক ঔষধ সংকট দেখা দিয়েছিলো, তা নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মানিকগঞ্জ ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন- অত্র জেলায় তৃনমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে কমিউনিটি ক্লিনিকসমূহ সুচারুভাবে পরিচালনা করা হবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930