কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
খুলনা ব্যুরো: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যয়ে কয়রা উপজেলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী র্যালি, সচেতনতামূলক আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ‘দুর্নীতি নয়—সততার পথে’ শ্লোগান দেন এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তারা, সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তারা দুর্নীতির ক্ষতি, জবাবদিহিতার গুরুত্ব এবং নৈতিকতার চর্চা বৃদ্ধির ওপর জোর দেন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সততা শেখানো প্রয়োজন। জেলা বিএনপি সদস্য এম এ হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের একত্রিত উদ্যোগ ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, উন্নয়ন টেকসই করতে প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ডিজিটাল প্রযুক্তি জালিয়াতি ও ঘুষ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; তাই সেবার ডিজিটালাইজেশন জোরদার করা প্রয়োজন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন, শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী পাঠচক্র এবং সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারের প্রস্তাব দেন। দিনব্যাপী আয়োজন উৎসবমুখরভাবে সম্পন্ন হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও সততার চর্চায় কয়রায় দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
বিআলো/তুরাগ



