কয়রায় ছাত্রশিবিরের শোডাউন: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি পালন
মুশফিকুর রহমান (কয়রা) খুলনা: ৫ আগস্ট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের এক বছর পূর্তিতে কয়রায় শোডাউন করেছে ইসলামী ছাত্রশিবির কয়রা উপজেলা শাখা। মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে কয়রা হাইস্কুল মোড় থেকে একটি র্যালি বের করে সংগঠনটি।
‘জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ’ শীর্ষক এই র্যালিটি কয়রা বাজারের মেইন রোড ঘুরে উপজেলা পরিষদ হয়ে জামায়াত মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে অংশ নেন এবং “৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদমুক্তির অর্জন” উদযাপন করেন।
সমাবেশে ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি আবু জার গিফারী বলেন, “এক বছর পেরিয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার বা বিচারে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। রাষ্ট্রযন্ত্রে এখনো ফ্যাসিবাদী শক্তি সক্রিয় রয়েছে।”
জেলা দক্ষিণের সেক্রেটারি অয়েসকুরুনী বলেন, “আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেবল সরকারের পতন নয়; বরং একটি ফ্যাসিবাদমুক্ত নতুন রাজনৈতিক কাঠামোর প্রতিষ্ঠা।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ও স্বাধীনতা হরণ করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে, এবং সে পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি জি. এম. মোনায়েম, কয়রা থানা সভাপতি মাজহারুল ইসলাম, উত্তর শাখা সভাপতি আব্দুল্লাহ আল গালিব, দক্ষিণ শাখা সভাপতি আসমাতুল্লাহ আল গালিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ