কয়রায় তামাক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
মুশফিকুর রহমান লাভলু: কয়রায় তামাকজাত পন্যর ক্ষতিকর প্রভাব ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছ।
সোমবার (১৬জুন) সকাল ১১ টায় উপজেলা হল রুমে জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনলায়ের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এলজিইডির (অতিরিক্ত) দায়িত্বপ্রাপ্ত প্রকোশলী শাফিন শোয়েব,উপজেলা, নির্বচন অফিসার মুহতারম বিল্ল্যাহ সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তরুন রায়,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সুমন ঘোষ প্রমুখ।
প্রশিক্ষন কর্মশালায় তামাকের স্বাস্থ্যঝুঁকি, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধকরণ, বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ সংক্রান্ত আইন এবং ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে টাস্কফোর্স কমিটির সদস্যরা মাঠ পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার বিষয়ে সুস্পষ্ট ধারণা পান এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিআলো/তুরাগ