কয়রায় নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আইন-শৃঙ্খলা ও মাদকমুক্ত কয়রা গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান
মুশফিকুর রহমান, খুলনা: কয়রা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সঙ্গে কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং পুলিশ–সাংবাদিক সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কয়রা প্রেসক্লাবের সভাপতি মোঃ সদর উদ্দিন আহমেদ। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ সাংবাদিক শেখ হারুন অর রশিদ, মোঃ ইমতিয়াজ উদ্দিন সিরাজউদ্দৌলা লিংকন, কহিনুর শেখ, মুশফিকুর রহমান, জিএম মোনায়েম বিল্লাহ, রিয়াজুল আকবার, রেজোন হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ ইউনুস, আবু বকর সিদ্দিকসহ আরও অনেকে।
সভায় বক্তব্যে ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
“কয়রায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এককভাবে নয়, সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতায় কাজ করতে চায়। বিশেষ করে মাদক নির্মূলে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি মাদকমুক্ত কয়রা গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং গণমাধ্যমের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা মাদক, চুরি, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বক্তব্য রাখেন শেখ হারুন অর রশিদ, মোঃ কামাল হোসেন, মোঃ সদর উদ্দিন আহমেদ, মোঃ ইমতিয়াজ উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম। তারা বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় থাকলে এলাকায় অপরাধ দমন আরও কার্যকর হবে।
সভা শেষে ওসি আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত থানায় জানানোর আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভবিষ্যতেও এ ধরনের যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
বিআলো/তুরাগ



