কয়রায় পারফরম্যান্সভিত্তিক গ্র্যান্ট: কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত
মুশফিকুর রহমান, (কয়রা) খুলনা: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্সভিত্তিক গ্র্যান্ট প্রদানের অংশ হিসেবে কয়রায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) কয়রা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ কামরুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা; এস. এম. আমিনুর রহমান, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, কয়রা; শরিফুল আলম, সভাপতি, কয়রা উপজেলা প্রেসক্লাব; খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান; এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. সাইফুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কয়রা, খুলনা।
সঞ্চালনায় ছিলেন মো. আব্দুর রউফ, এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই গ্র্যান্ট একটি উৎসাহজনক উদ্যোগ। তারা আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন সম্ভব। এছাড়াও শিক্ষাব্যবস্থায় এই ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস