কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার
মুশফিকুর রহমান, (কয়রা) খুলনা: খুলনার কয়রা থানা পুলিশের উদ্যোগে গ্রেফতারি পরোয়ানা তামিল বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট ২০২৫) একাধিক মামলার পরোয়ানাভুক্ত ৭ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, কালাচাদ সরদারের ছেলে ইয়াছিন সরদার, মৃত আনছার সরদারের ছেলে মনিরুল সরদার, মৃত জুম্মান সরদারের ছেলে রবিউল, মৃত নুরু গাজীর ছেলে নজরুল গাজী, জিয়া উদ্দিন গাজী ছেলে নছিম গাজী, মৃত আহম্মদ গাজীর ছেলে আমজেদ গাজী। তারা সকলেই কালিকাপুর গ্রামের বাসিন্দা।
এছাড়া, সিআর-১৮/২৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আয়ুব আলী সরদার (পিতা-মাহমুদ আলী সরদার), সাং-ভদিপাড়া, থানা-কয়রা, খুলনা জেলা থেকেও গ্রেফতার করা হয়েছে।
কয়রা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/এফএইচএস