কয়রায় বিতর্কিত সভার অভিযোগে সিপিপির উপপরিচালক বদলি
খুলনা, কয়রা: খুলনার কয়রায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপপরিচালক মো. গোলাম কিবরিয়াকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিপিপির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল আবেদীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সুন্দরবন বালিকা বিদ্যালয়ে গোলাম কিবরিয়া সিপিপির ব্যানারে একটি সভার আয়োজন করেন। তবে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো তথ্য দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, সভার আড়ালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে সভাস্থলে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সামনে গোলাম কিবরিয়া তার ‘ভুল স্বীকার’ করে ক্ষমা চান এবং লিখিত মুচলেকা দেন।
২০০৮ সালে আওয়ামী সরকারের আমলে একতরফাভাবে কয়রায় সিপিপির কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন কমিটি পুনর্গঠন না হওয়ায় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি ওই কমিটির নামে সেফটি সামগ্রী বিতরণ করা হলে নতুন বিতর্ক সৃষ্টি হয়। এ পরিস্থিতির মধ্যে ছুটির দিনে উপপরিচালকের সভা আয়োজন ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অতীতে সভা না করেও দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
সিপিপির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল আবেদীন জানান, প্রাথমিকভাবে গোলাম কিবরিয়াকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/তুরাগ