কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
অনলাইন ডেক্স
03rd Dec 2025 5:37 pm | অনলাইন সংস্করণ
কয়রা প্রতিনিধি: খুলনার কয়রায় বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস। এছাড়া উপজেলা ও জেলা বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কাশেম। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
বিআলো/ইমরান



