• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কয়রায় বেড়িবাঁধে ভাঙ্গন, উৎকণ্ঠায় এলাকাবাসী 

     dailybangla 
    31st May 2025 4:41 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিকুর রহমান লাভলু ,কয়রা: বাংলাদেশের সর্ব দক্ষিণীয় উপজেলা কয়রা একটি নদী ভাঙ্গন কবলিত এলাকা। বিগত কয়েকটি বছরে বিভিন্ন প্রকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এ উপজেলার মানুষ। ত্রাণ চাই না টেকসই বেড়িবাঁধ চাই এই উপজেলার মানুষের প্রাণের দাবি। টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এবং কাজের ধীরগতির কারণে ভাঙ্গন কবলিত স্থানগুলো সংস্কার কাজ না হওয়ায় কয়েকটি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদের হরিণখোলা নামক স্থানে পাউবোর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে কাজ না করলে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। যার কারণে এলাকাবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।

    জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (৩০ মে) সকালে কয়রা কপোতাক্ষ নদের তীরে হরিণখোলা নামক স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। সকালে হঠাৎ ১৩/১৪-২ নম্বর পোল্ডারের পাঁচটি স্থানে ৩০০ মিটার বেড়িবাঁধ ধসে পড়ে। এতে হুমকিতে বাঁধ সংলগ্ন গোবরা, ঘাটখালি, মদিবাদসহ উপজেলা সদরের প্রায় ১৫ হাজার মানুষ। স্থানীয়োো জনপ্রতিনিধি ও এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডকে জানালে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানালে সেখানে বস্তা দিয়ে কাজ শুরু করে। তবে জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধি পেলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দারা। সময় যত বাড়ছে ততই যেন আরও বেশি ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের তীরে বসবাসকারী মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। কখন জানি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে লবণ পানিতে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দা নুরুল আমিন যানান, আজ সকালে হরিণখোলা নামক স্থানে বেড়িবাঁধে ধস নেমেছে। দ্রুত মেরামত না করা গেলে ছোট জায়গায় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

    স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, হরিণখোলা নামক স্থানে রফিকুল ইসলামের মৎস্য ঘেরের পাশ দিয়ে বেড়িবাঁধের ধস দেখা দিয়েছে। বাঁধ মেরামতের জন পাউবো কাজ শুরু করেছে। জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করা না হলে বাঁধ ভেঙে জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হতে পারে।

    কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এসএম লুৎফর রহমান বলেন, কয়রা সদর ইউনিয়ানের হরিণখোলা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ভাঙনের বিষয়টি পাউবোর কর্মকর্তাদের জানানো হয়েছে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ না করলে এলাকা প্লাবিত হয়ে জমির ফসল, ঘরবাড়ি এবং মৎস্য ঘের নোনা পানিতে তলিয়ে যেতে পারে।

    কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, হরিণখোলায় বেড়িবাঁধ ভাঙনের কথা জেনেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম বলেন, কয়রার হরিণখোলা নামক স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক কাজ শুরু করা হয়েছে।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031