কয়রার গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মুশফিকুর রহমান লাভলু: খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহনে গত রোববার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান সময়ের চার শতাধিক শিক্ষার্থি অংশ নেয়। সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থি সাংবাদিক শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম ইমতিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও অগ্রণী ব্যাংক জায়গীরমহল শাখার ব্যবস্থাপক মো. মোশারাফ হোসেন। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এইচ এম মনিরুজ্জামান লাল্টু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী রুপালী ব্যাংকের ডিজিএম মো. আলমগীর হোসেন, কৃষিবিদ মো. মিজানূর রহমান, প্রধান শিক্ষক আওলাদ হোসেন, ব্র্যাকের কক্সবাজার জেলার কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম, গ্রন্থপ্রনেতা অধ্যক্ষ মফিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, মাস্টার আবুল কালাম আজাদ, মাষ্টার হুমাযুন কবির, মনিরুল ইসলাম, মাস্টার মফিজুল ইসলাম প্রমুখ।
বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, কবিতা ও কৌতুকে আনন্দ মেতে ওঠে বিদ্যালয়ের পুরাতন ছাত্র-ছাত্রীরা। পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনিরুল ইসলাম ও মফিজুল ইসলাম।
বিআলো/তুরাগ