• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    করোনা সময়ের সাহসী শুরু, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কেয়ার প্রতিষ্ঠা 

     dailybangla 
    26th Jan 2026 4:37 am  |  অনলাইন সংস্করণ

    যখন অনিশ্চয়তা চারপাশে, তখনই শুরু আত্মপ্রতিষ্ঠার গল্প
    জান্নাতুল ফেরদৌস কেয়া

    হৃদয় খান: যখন চারপাশে অনিশ্চয়তা, কাজ হারানোর ভয় আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা—ঠিক তখনই নিজের ভালো লাগা আর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে যান জান্নাতুল ফেরদৌস কেয়া। করোনা মহামারির সেই কঠিন সময়েই শুরু হয় তাঁর পথচলা, যা আজ তাঁকে পরিচিত ও সক্রিয় একজন পেশাদার ব্র্যান্ড প্রমোটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

    ভালো লাগা থেকেই কেয়ার কাজের শুরু। ২০১৯ সালে করোনা–কালীন সময়ে তিনি প্রথম কাজের সঙ্গে যুক্ত হন। শুরুতে ব্লগিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ড প্রমোশনেই তাঁর আগ্রহ ও মনোযোগ বাড়তে থাকে। ধীরে ধীরে নিয়মিত কাজ, সময়ানুবর্তিতা এবং পেশাদার আচরণের মাধ্যমে তিনি নিজেকে এই অঙ্গনে পরিচিত করে তোলেন।

    পেশাদারিত্বই মূল শক্তি

    ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেয়া বেশ বাস্তববাদী। তাঁর বিশ্বাস, একজন ব্র্যান্ড প্রমোটারকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে কাজের মান ও পেশাদার আচরণই সবচেয়ে বড় শক্তি। সে কারণেই তিনি নিজেকে নিয়মিত আপডেট রাখা এবং নতুন দক্ষতা অর্জনের ওপর জোর দেন।

    শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা

    পেশাগত জীবনে এ পর্যন্ত ক্লথিং ব্র্যান্ড সেলাই, কোরিয়ান মার্ট বাংলাদেশ, Kudomo, ধানমন্ডি স্কিন কেয়ারসহ প্রায় শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন জান্নাতুল ফেরদৌস কেয়া। বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল ক্যাম্পেইনে তাঁর সক্রিয় ও ধারাবাহিক উপস্থিতি তাঁকে এই অঙ্গনে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

    অ্যাওয়ার্ড নয়, কাজই আসল পরিচয়

    অ্যাওয়ার্ড প্রসঙ্গে কেয়ার বক্তব্য, পুরস্কার পাওয়া আনন্দের হলেও তিনি কাজকেই বেশি গুরুত্ব দিতে চান। তাঁর মতে, অ্যাওয়ার্ডের চেয়ে নিয়মিত ভালো কাজ ও পেশাদার আচরণই একজন ব্র্যান্ড প্রমোটারের প্রকৃত পরিচয় গড়ে তোলে।

    শিক্ষা ও ব্যক্তিগত জীবন

    ব্যক্তিগত জীবনে কেয়ার গ্রামের বাড়ি শরিয়তপুর হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। ফাইন্যান্স বিষয়ে বিবিএ সম্পন্ন করার পাশাপাশি তিনি ব্রিটিশ কাউন্সিলের একজন এক্স স্টুডেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ডিগ্রি অর্জন করেছেন, যা তাঁর কাজকে আরও কার্যকর ও পেশাদার করেছে।

    সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এগিয়ে চলা

    বর্তমানে তিনি ব্র্যান্ড প্রমোটারদের সংগঠন BPEC (Brand Promoter & Entrepreneur Community) গ্রুপের এডমিন প্যানেলের সঙ্গে যুক্ত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁর ব্র্যান্ড প্রমোশন কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত হয়েছে। গ্রুপের এডমিন রোকসানা বৃষ্টির অনুপ্রেরণায় নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলছেন তিনি।

    নতুনদের জন্য পরামর্শ

    নতুনদের উদ্দেশে জান্নাতুল ফেরদৌস কেয়ার পরামর্শ, এই পেশা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য, সততা ও পরিশ্রম থাকলে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

    কেয়া মনে করেন, একজন ব্র্যান্ড প্রমোটারকে দীর্ঘদিন টিকে থাকতে হলে শুধুমাত্র পরিচিতি নয়—প্রয়োজন দায়িত্ববোধ, পেশাদারিত্ব এবং মানসম্মত কাজ। নতুনদের উদ্দেশে জান্নাতুল ফেরদৌস কেয়ার পরামর্শ, এই পেশা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য, সততা ও পরিশ্রম থাকলে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031