• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি: গণশিক্ষা উপদেষ্টা 

     dailybangla 
    16th Oct 2024 11:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে জনগণকে সচেতন করা উচিত।

    তিনি বলেন, আমাদের দেশে মেন্টাল হেল্থ কেয়ার বিষয়টি অনেক বড়। কিন্তু চিকিৎসা অপ্রতুল। প্রাথমিক কেয়ারটা সঠিকভাবে নিতে পারলে মানুষ অনেক উপকৃত হয়। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এ বিষয়ে সভা- সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্ববহ হবে।

    উপদেষ্টা আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারে এসব কথা বলেন।

    বিএসএমএমইউর অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহ্বায়ক এবং মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউর প্রোভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, অধ্যাপক ডা. হিদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল মুত্তালিব, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।

    বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগ এবং অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে। বিএসএমএমইউর অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহ্বায়ক এবং মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউর প্রোভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, অধ্যাপক ডা. হিদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আবদুল মুত্তালিব, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031