কর্মস্থলে যোগদানের পরদিনই অভিযান: ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার
রাসেদুল ইসলাম রাসেল: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পরদিনই মাদকবিরোধী অভিযানে সাফল্য দেখিয়ে আলোচনায় এসেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম।
তার দিকনির্দেশনায় মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর এলাকায় মায়া টি-স্টোরের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. জাকিরুল ইসলাম ও এসআই (নিঃ) মো. মোস্তফা কামাল। তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নবাগত ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এমন সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিআলো/এফএইচএস



