কলকাতায় মুখোমুখি মেসি ও শাহরুখ খান
dailybangla
13th Dec 2025 4:30 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ভারত সফরের প্রথম দিনেই কলকাতায় সাক্ষাৎ হয়েছে ফুটবল তারকা লিওনেল মেসি ও বলিউড সুপারস্টার শাহরুখ খানের।
একটি বন্ধ দরজার অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল। সেখানে অতিথি ও আয়োজকদের সামনে শাহরুখ খানের সঙ্গে তারা সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন।
কলকাতায় মেসির আগমন উপলক্ষে সল্টলেক স্টেডিয়ামের কাছে বসানো হয়েছে ৭০ ফুট উচ্চতার একটি লোহার মূর্তি। নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি নয়, ভার্চুয়ালি মূর্তির উদ্বোধন করেন।
এক দশকের বেশি সময় পর এটি মেসির প্রথম ভারত সফর। কলকাতার পর তিনি আরও কয়েকটি শহরে যাবেন।
বিআলো/শিলি



