কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে ভয়াবহ বিশৃঙ্খলা
dailybangla
13th Dec 2025 4:40 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠানে নিরাপত্তা ভেঙে পড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাফ নামাতে বাধ্য হয় পুলিশ।
শনিবার সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে প্রায় এক লাখ দর্শক জড়ো হন। তবে অতিরিক্ত ভিড় সামলাতে ব্যর্থ হয় আয়োজক ও পুলিশ।
স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির সামনে এসে দাঁড়ানোয় অনেক দর্শক তাকে দেখতে পাননি। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা মাঠে বোতল, চেয়ার ছুড়তে শুরু করেন। একপর্যায়ে ফেন্সিং ভেঙে কয়েক হাজার মানুষ মাঠে ঢুকে পড়ে।
কিছু দর্শক মাঠের পাশে রাখা তাঁবুতে আগুন দেওয়ার চেষ্টা করে, গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলে এবং সাজঘরের টানেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ মোতায়েন করা হয়।
বিআলো/শিলি



