• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কলকাতায় ‘যৌথ সেনাপতি সম্মেলন’ উদ্বোধন করলেন মোদি 

     dailybangla 
    15th Sep 2025 4:55 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: কলকাতায় দেশের সামরিক নেতৃত্বের সর্বোচ্চ স্তরের সম্মেলন ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকাল সাড়ে ৯টায় বিজয় দুর্গে (সাবেক ফোর্ট উইলিয়াম) তিন দিনের এই কনফারেন্সের উদ্বোধন করেছেন মোদী। আগামী ১৭ তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। থাকবেন ভারতের তিন সশস্ত্রবাহিনীর প্রধান, সেনার উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ কর্তারা। সূত্র: আনন্দবাজার

    সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজভবন থেকে বেরিয়ে তিনি যান ফোর্ট উইলিয়ামে, পাঁচ মিনিট পরেই পৌঁছে যান বিজয় দুর্গে। সকাল সাড়ে ৯টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত তিনি অংশ নেন সম্মেলনে।

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস অনিল চৌহান, তিন বাহিনীর প্রধানসহ দেশীয় সেনা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

    সম্মেলনে মূলত আলোচিত হয় বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, প্রযুক্তিগত দিক থেকে আধুনিকীকরণ, এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই একদিন আগে কলকাতায় এসে ওঠেন ফোর্ট উইলিয়ামে।

    প্রধানমন্ত্রী মোদির সফরের বিশেষ দিক হলো এতে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। সাধারণত বাংলায় এলে তিনি জনসভায় বক্তব্য রাখেন, স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে সমালোচনা বা প্রতিশ্রুতি দেন। কিন্তু এবারে তেমন কিছুই ঘটেনি। নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের সফর তাই কৌতূহলের জন্ম দিয়েছে। রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছালে বিজেপি কর্মীরা ঢাকঢোল বাজিয়ে তাঁকে অভিনন্দন জানান।

    প্রধানমন্ত্রী গাড়ির বাইরে দাঁড়িয়ে হাত নেড়ে সমর্থনকারীদের অভিবাদন জানান। সোমবার দুপুর ১টার পর ফোর্ট উইলিয়ামের সম্মেলন শেষে তিনি যান কলকাতা হেলিপ্যাডে, সেখান থেকে হেলিকপ্টারে করে পৌঁছান বিমানবন্দরে। দুপুর ১টা ৪০ মিনিটে তিনি বিমানে ওঠেন পূর্ণিয়ার উদ্দেশে।

    চলতি বছরে এটি তার চতুর্থ বঙ্গ সফর হলেও এবারের সফরকে বলা যায় সম্পূর্ণ সরকারি। রাজনৈতিক আক্রমণ বা প্রতিশ্রুতির ঝড় শোনা না গেলেও সরকারি মঞ্চে তাঁর উপস্থিতি রাজনৈতিক মহলে আলাদা গুরুত্ব বহন করছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930