• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কলকাতা রুটে প্রিমিয়াম ইকোনমি সেবা চালু করছে এমিরেটস 

     dailybangla 
    08th Jul 2025 6:01 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেক্স: ভারতের মুম্বাই, বেঙ্গালুরু ও আহমেদাবাদে সফলভাবে প্রিমিয়াম ইকোনমি শ্রেণির সেবা চালুর পর, এবার কলকাতা রুটেও এ সেবা চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস। আগামী ১৮ জুলাই থেকে দুবাই-কলকাতা রুটে এই নতুন সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

    প্রাথমিকভাবে, যাত্রীরা প্রতি সপ্তাহে বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার পরিচালিত ইকে৫৭৩ ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমি শ্রেণির সুবিধা উপভোগ করতে পারবেন।

    নতুন প্রিমিয়াম ইকোনমি কেবিনে যাত্রীদের জন্য থাকছে আধুনিক ও প্রশস্ত লেদার আসন, অতিরিক্ত লেগরুম, সামঞ্জস্যযোগ্য হেডরেস্ট এবং বেশি রিক্লাইন করার সুবিধা-যা দীর্ঘ ফ্লাইটে আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

    খাবার পরিবেশনেও থাকছে বিলাসিতা। যাত্রীদের জন্য ব্যবহৃত হবে রয়্যাল ডলটন ফাইন চায়না টেবিলওয়্যার ও স্টেইনলেস স্টিল কাটলারি। বেভারেজ মেনুতে যোগ করা হয়েছে আরও বিস্তৃত পছন্দের তালিকা।

    প্রতিটি আসনের সঙ্গে থাকবে একটি ১৩.৩ ইঞ্চির এইচডি স্ক্রিন, যাতে এমিরেটসের জনপ্রিয় ‘ICE’ ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের অসংখ্য সিনেমা, গান ও অনুষ্ঠান দেখা যাবে।

    প্রিমিয়াম ইকোনমি যাত্রীরা ৩৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ১০ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন, যা সাধারণ ইকোনমি শ্রেণির তুলনায় অনেকটাই বেশি।

    এই রুটে ব্যবহৃত বোয়িং ৭৭৭ উড়োজাহাজে থাকবে ২৪টি প্রিমিয়াম ইকোনমি আসন, যা ধাপে ধাপে আরও বেশি সংখ্যক ফ্লাইটে যুক্ত করা হবে বলে জানিয়েছে এমিরেটস কর্তৃপক্ষ।

    বর্তমানে এমিরেটস কলকাতা-দুবাই রুটে প্রতি সপ্তাহে ১১টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ইকে৫৭২/৫৭৩ ফ্লাইটে সপ্তাহে চারদিন প্রিমিয়াম ইকোনমি সেবা পাওয়া যাবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930