কলম্বিয়ায় গভীর খাদে পড়ে স্কুল বাসের ১৭ আরোহীর মৃত্যু
dailybangla
15th Dec 2025 11:02 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: কলম্বিয়ার উত্তরাঞ্চলে পাহাড়ি সড়ক থেকে একটি স্কুল বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে এল চিসপেরো এলাকার রেমেডিওস ও জারাগোজা সংযোগকারী সড়কে দুর্ঘটনাটি ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়।
৪৫ জন যাত্রী নিয়ে চলা বাসটিতে স্কুল শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাচ্ছিল। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন।
অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, ক্যারিবীয় শহর টোলু থেকে মেদেলিনে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বার্ষিক পরীক্ষা শেষে সমুদ্র ভ্রমণের অংশ হিসেবেই শিক্ষার্থীরা এই সফরে গিয়েছিল।
তিনি একে পুরো কমিউনিটির জন্য হৃদয়বিদারক ঘটনা বলে মন্তব্য করেন।
বিআলো/শিলি



