‘কল্কি’ সিক্যুয়েলের চরিত্র নিয়ে নতুন বিতর্ক, দীপিকা না প্রিয়াঙ্কা!
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একের পর এক বড় প্রজেক্ট থেকে বাদ পড়ায় বলিপাড়ায় জোর আলোচনা। প্রথমে সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন তিনি, পরে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকেও তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
গুঞ্জন রয়েছে, দীপিকার জায়গায় সিক্যুয়েলে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও নির্মাতারা এখনও বিষয়টি নিশ্চিত করেননি। নেটিজেনদের একাংশের মতে, চরিত্রটির জন্য প্রিয়াঙ্কাই বেশি মানানসই।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র বলছে, শুটিং শুরুর পর প্রায় ২০ দিন কাজ করলেও এরপরই নাকি বিতর্ক তৈরি হয়। দীপিকা পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি করেন এবং দিনে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দেন।
প্রথম সিনেমায় বিপুল প্রশংসা পাওয়ায় তার চরিত্রে কাউকে বদলানো সম্ভব হবে না- এমন আত্মবিশ্বাসই কি শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল?
এ বিষয়ে দীপিকার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। বর্তমানে তিনি মনোযোগ দিচ্ছেন ‘কিং’ সিনেমার কাজে।
বিআলো/শিলি



