• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাঁঠালিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ৯ পরিবারের সংবাদ সম্মেলন 

     dailybangla 
    11th Oct 2024 1:00 am  |  অনলাইন সংস্করণ

    ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক আব্দুল আজিজ ও তার ছেলে মেহেদী হাসান সিহাবের দায়ের করা মামলা ও হত্যার হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন নারী ও শিশুসহ ৯ পরিবারের সদস্যরা।

    গতকাল বৃহস্পতিবার সকালে কাঁঠালিয়া প্রেস ক্লাব সভাকক্ষে সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার ভায়েলাবুনিয়া গ্রামের মোহাম্মাদ মাসুদুর রহমান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার চাচা ঢাকা মিডফোর্ড হাসপাতালের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক আব্দুল আজিজ তাদের ৯টি পরিবারের সদস্যদের বিভি- ন্ন মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। তার ছেলে মেহেদী হাসান সিহাব তাদের দেশ ছাড়া করার হুমকি দিচ্ছেন। তারা মামলা ও হামলার হুমকি দিয়ে ৯টি পরিবারের জমাজমি জোর করে দখলে নিয়েছেন।

    মাসুদুর রহমান বলেন, ২০০০ সালে আমার বাবা মারা গেলে সকল কাগজপত্র আমার চাচা গোপন করে ফেলেন। আমাদের ওয়ারিশ সম্পত্তি কোনমতেই তার কাছ থেকে বুঝে নিতে পারছি না। তিনি কাগজপত্রও আমাদের দিচ্ছে না। আমি তুরস্ক প্রবাসী। বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশে আমাকে প্রধান আসামি করে প্রতারণামূলক একটি মিথ্যা মামলা দায়ের করেছেন চাচা। সংবাদ সম্মেলনে উপস্থিত ৯টি পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

    সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল আজিজের ভাই ফারুক হাওলাদার, আবুল হোসেন, রুহুল আমিন, আ. মান্নান, বোন আসমা আক্তার, হেপী বেগম, রানী বেগম, ভাইয়ের স্ত্রী রুমা বেগম, হামিদা বেগম, ভাতিজী- তাবাচ্ছুম সহ তিন জন শিশু।

    অভিযোগের বিষয়ে মিডফোর্ড হাসপাতালের অবসরপ্রাপ্ত হিসাবররক্ষক আব্দুল আজিজ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি ভাইয়ের কাছ থেকে কোন টাকা নেইনি। বর্তমানে কোর্টে মামলা চলমান আছে। আমাদের ওয়ারিশ সম্পত্তির নামজারির কাছ চলছে। নামজারি হয়ে গেলে ভাই বোনদের যার যার অংশ থাকে বুঝিয়ে দেওয়া হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031