কাজী ফারুক বাবুলের কথা ও সুরে তানিয়া শারমিন তানিশার নতুন অ্যালবাম “ময়ূরী”
সালাম মাহমুদ: কবি, লেখিকা, সংগীতশিল্পী ও সমাজসেবক তানিয়া শারমিন তানিশার কণ্ঠে কাজী ফারুক বাবুলের কথা, সুর ও সংগীত পরিচালনায় খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তার তৃতীয় সংগীত অ্যালবাম “ময়ূরী”।
উল্লেখযোগ্য বিষয় হলো—এর আগে তানিশার কণ্ঠে কেএফবি স্টুডিও ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত “মন তোমাকে চায়” এবং “রসিক কালা বন্ধুরে” শিরোনামের প্রথম ও দ্বিতীয় অ্যালবাম শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছিল।
গানের পাশাপাশি তানিয়া শারমিন তানিশা একজন সফল সাহিত্যিক হিসেবেও পরিচিত। তাঁর লেখা অসংখ্য গল্প, কবিতা ও উপন্যাস প্রকাশিত হয়েছে সোনামণি প্রকাশনী থেকে, যা পাঠকমহলে সমাদৃত হয়ে সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় আসন্ন বইমেলাতেও প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নতুন কয়েকটি বই।
কেমিস্ট্রিতে এমএসসি ডিগ্রিধারী তানিশা কিছুদিন লেখালেখি নিয়ে ব্যস্ত থাকায় সংগীতচর্চা থেকে বিরতি নিয়েছিলেন। তবে এখন তিনি নতুন উদ্যমে গান নিয়ে ফিরছেন। তাঁর ভাষায়—“সংগীত আমার আত্মার সঙ্গে জড়িয়ে আছে। গানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই আমাকে বাঁচতে অনুপ্রাণিত করে।”
গীতিকার ও সংগীত পরিচালক কাজী ফারুক বাবুল বলেন, “ময়ূরী” অ্যালবামের প্রতিটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে এবং একটি আলাদা সংগীত অভিজ্ঞতা উপহার দেবে।
বিআলো/তুরাগ



