• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাঠমুন্ডুতে ট্যুরিজম কনফারেন্স ও গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান 

     dailybangla 
    18th Dec 2025 8:14 pm  |  অনলাইন সংস্করণ

    সালাম মাহমুদ: নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ট্যুরিজম কনফারেন্স, নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির অভিষেক অনুষ্ঠান এবং গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ১২ ডিসেম্বর সন্ধ্যায় কাঠমুন্ডুর থামেল এলাকার হোটেল ইয়াছিন অডিটোরিয়ামে নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি ও গ্লোবাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আড়ম্বরপূর্ণ এই আয়োজন সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালের কান্ট্রি ম্যানেজার মো. বাবুল আখতার। বিশেষ অতিথি ছিলেন নেপালের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও হোটেল লজের কর্ণধার ভূপেন্দ্র শামসের কুনওয়ার, বিশিষ্ট সাংবাদিক ও নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির মহাসচিব সালাম মাহমুদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু।

    প্রধান অতিথির বক্তব্যে মো. বাবুল আখতার বলেন, বাংলাদেশের পর্যটন স্পটগুলো বিশ্বমানের। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, ফয়েজ লেক, রাঙামাটি, সাজেক ভ্যালি ও সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সঠিকভাবে তুলে ধরতে পারলে পর্যটন শিল্পের মাধ্যমে বাংলাদেশ ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে। তিনি মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির সভাপতি মো. ইয়াছিন খান। তিনি সংগঠনের উন্নয়নে সম্প্রীতি ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন শিল্প বিকাশে নেপালি ও বাংলাদেশি উদ্যোক্তাদের সমন্বিত ভূমিকার আহ্বান জানান।

    অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য উদ্যোক্তা পান-সুপারির ফাউন্ডার চেয়ারম্যান কনা রেজাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    এছাড়া বিভিন্ন ক্ষেত্রে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেপালের কান্ট্রি ডিরেক্টর মো. বাবুল আখতার, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম, চিত্রনায়ক শাকিল খান, সাংবাদিকতায় দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এ জিহাদুর রহমান জিহাদ, দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান, সাংবাদিক মো. মহিউদ্দিন শাহীন, কুয়াকাটার হোটেল মোহনা ইন্টারন্যাশনালের এমডি শারমিন আক্তার, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক বেলাল আহমেদ, সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নান, নেপাল প্রবাসী ব্যবসায়ী ও হোটেল ইয়াছিনের কর্ণধার মো. ইয়াছিন খান, আইটি গবেষক জিহাদ শিকদার, জুয়েলারি শিল্পে প্রদীপ চন্দ্র দে বাবু, নিউজ রাতদিন২৪ডটকমের সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, নেপালের হোটেল লুনা কাঠমুন্ডুর কর্ণধার মো. নুরুল ইসলাম বাবু মিয়া, জনপ্রিয় শিশুশিল্পী তানভির ইউসুফ, ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী এবং নেপাল প্রবাসী ব্যবসায়ী মো. মিজানুর রহমান।

    পুরস্কার গ্রহণ করে মো. নুরুল ইসলাম বাবু মিয়া বলেন, এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। বিদেশের মাটিতে বাংলাদেশকে তুলে ধরার সুযোগ পাওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। ভবিষ্যতে আমাদের কাজের অগ্রগতিতে এটি অনুপ্রেরণা জোগাবে। তিনি ট্যুরিজম বিষয়ক সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে বাংলাদেশের পর্যটন বিশ্বদরবারে তুলে ধরতে সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031