কানাডায় অবকাশ যাপনে অভিনেত্রী হিমি, দিলেন বাঞ্জি জাম্প
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন। এবার ছুটি কাটাতে ঘুরতে গেছেন কানাডায়। সেখানে গিয়ে জীবনের প্রথমবারের মতো দিলেন রোমাঞ্চকর বাঞ্জি জাম্প।
হিমি জানান, কানাডার মন্ট্রিয়ালে ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন তিনি। প্রথমে ভয়ে তটস্থ হয়ে গেলেও শেষ পর্যন্ত সাহস করে লাফ দেন। সুস্থভাবেই জাম্প শেষ করেন তিনি। লাফ দেওয়ার সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। মাত্র দুই ঘণ্টায় ভিডিওটি প্রায় তিন লাখ ভিউ পায়। নেটিজেনরা তার সাহসের প্রশংসা করছেন, অনেকে আবার নিজেদের ভয়ও শেয়ার করছেন মন্তব্যে।
অবকাশ যাপনের ফাঁকে কানাডার বিভিন্ন জায়গায় ফটোশুটও করছেন হিমি। কোথাও রোদচশমা পরে, কোথাও সেলফি তুলে কিংবা খোলা চুলে টপস পরে হাসিমুখে ধরা দিচ্ছেন তিনি।
২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয়জগতে আসেন হিমি। গেল কয়েক বছর ধরে তিনি ছোটপর্দার অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে কাজ করছেন। বিশেষ করে অভিনেতা নিলয়ের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
বিআলো/এফএইচএস