কানাডায় ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার মদ্যপ পাইলট
আর্ন্তজাতিক ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগে এক পাইলটকে মদ্যপ অবস্থায় শনাক্ত করা হয়। পরে তাকে ফ্লাইট ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার এআই-১৮৬ ফ্লাইটের ওই পাইলটের মুখে মদের গন্ধ পেয়ে সন্দেহ করেন বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানের এক কর্মী। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে কানাডিয়ান পুলিশ ব্রেথলাইজার পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত করে।
কানাডার নিয়ম অনুযায়ী, কোনো পাইলট বা ক্রু সদস্য উড্ডয়নের ১২ ঘণ্টার মধ্যে মদপান করতে পারেন না। পরীক্ষায় ব্যর্থ হওয়ায় পাইলটকে উড্ডয়ন ডিউটির জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়। ফলে ফ্লাইটটি কিছু সময় বিলম্বিত হয় এবং বিকল্প পাইলট দিয়ে যাত্রা সম্পন্ন করা হয়।
ঘটনাটিকে গুরুতর হিসেবে উল্লেখ করে কানাডার পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট কানাডা এয়ার ইন্ডিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, পাইলট ও এয়ারলাইন্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। আগামী ২৬ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিআলো/শিলি



