কানাডার পণ্যে ১০০% শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের
আর্ন্তজাতিক ডেস্ক: চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এগোলে কানাডার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কানাডার সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডা চীনের পণ্যের জন্য ‘ড্রপ-অফ পোর্ট’ হিসেবে কাজ করছে। পোস্টে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে বিদ্রূপ করে ‘গভর্নর’ বলে সম্বোধন করেন। যদিও শুল্ক কার্যকরের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।
এর আগে কানাডার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেন ট্রাম্প। গাজা পুনর্গঠন উদ্যোগের ‘বোর্ড অব পিস’ থেকে কানাডার আমন্ত্রণ প্রত্যাহার এবং গ্রিনল্যান্ডের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প নিয়ে প্রকাশ্য সমালোচনা করেন তিনি। এতে দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়ে।
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্যে মার্ক কার্নি যুক্তরাষ্ট্রনির্ভর বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই টিকে আছে। জবাবে কার্নি বলেন, কানাডার শক্তির উৎস তার জনগণ।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর কানাডা-চীন বাণিজ্য চুক্তির ঘোষণা আসে, যেখানে বৈদ্যুতিক গাড়ি ও কৃষিপণ্যে শুল্ক ছাড়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
বিআলো/শিলি



