কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: কাপ্তাই হ্রদের সম্ভাবনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনায় রাঙ্গামাটিতে মতবিনিময় করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার বিকেলে বার্গী লেক ভ্যালী থেকে শুভলং ঝর্ণা, শুভলং বাজার হয়ে রাঙ্গামাটি শহরের স্টেডিয়াম ঘাট পর্যন্ত স্পিডবোটে কাপ্তাই লেকের সৌন্দর্য ও অবকাঠামো পর্যবেক্ষণ করেন তাঁরা।
সফরে উপদেষ্টাদের সহধর্মিণী, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটির জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য হলো পাহাড় ও কাপ্তাই লেক। এই লেককে মৎস্য চাষের উপযোগী করে গড়ে তুললে স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে তা বড় ভূমিকা রাখতে পারে।”
এ সময় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণে পার্বত্য এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও, আজ সময় এসেছে এই লেকের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর। এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য এক মূল্যবান সম্পদ।”
তিনি আরও বলেন, সরকার সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বন্ধনে একটি অসাম্প্রদায়িক, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে কৃষিসহ সব খাতে সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি।
বিআলো/তুরাগ