কাপ্তাইয়ের বড়ইছড়িতে বার্ষিক মা সমাবেশ অনুষ্ঠিত
আবদুল হাই খোকন, কাপ্তাই (পার্বত্য চট্রগ্রাম): কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ শুরু হয়।
বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ বছর “শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘরে হবে এক একটি স্কুল” স্লোগানকে সামনে রেখে সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন, প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষ পর্বে প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পার্বত্য অঞ্চলে শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিআলো/শিলি



