কাপ্তাইয়ে কারিগরি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের দুয়ার
আবদুল হাই খোকন : রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)- এ কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও জব ফেয়ার-২০২৬। মঙ্গলবার প্রতিষ্ঠানটির সিভিল (উড) ডিপার্টমেন্টের শ্রেণীকক্ষে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, কারিগরি শিক্ষার সঙ্গে শিল্পখাতের বাস্তব সংযোগ তৈরি করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা পায়।
বিএসপিআইয়ের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পি)-বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কুয়েট), চিফ কোর্স কো-অর্ডিনেটর, ওয়েল আপ টেকনোলজি। তিনি কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও কর্মমুখী দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর, অটোমোবাইল ডিপার্টমেন্ট, বিএসপিআই। মো. তারেকুল ইসলাম, চিফ ইনস্ট্রাক্টর, (কম্পিউটার ডিপার্টমেন্ট) এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্প প্রতিষ্ঠানেরর প্রতিনিধি, চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রতিষ্ঠানটির শিক্ষক- শিক্ষার্থীরা অংশ নেন।
জব ফেয়ারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২০টি শিল্পপ্রতিষ্ঠান তাদের স্টল স্থাপন করে। এসব স্টলে চাকরি প্রত্যাশীরা সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পান। অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস জানান, কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ সুগম করতেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। যাতে তারা পড়াশোনার পাশাপাশি বাস্তব চাকরির প্রস্তুতি নিতে পারে।
বিআলো/আমিনা



